মঙ্গলবার, ১০ জুন, ২০১৪

হাদিস নং: ৬৯১৯ (জাহমিয়াদের মতের খন্ডন ও তাওহীদ প্রসঙ্গ অধ্যায়)

৬৯১৯/৫২: ইয়াহইয়া ইব্ন জাফর (রহঃ) . . . . . হযরত আবূ যর (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেনঃ আমি মসজিদে নববীতে প্রবেশ করলাম । রাসুলুল্লাহ (সাঃ) তখন সেখানে বসা ছিলেন । যখন সূর্যঅস্ত গেল, তিনি বললেনঃ হে আবূ যর । তোমার কি জানা আছে, এই সূর্য কোথায় যাচ্ছে? আবূ যর (রাঃ) বলেনঃ আমি বললাম, আল্লাহ ও তাঁর রাসুলই সর্বাপেক্ষা বেশি জানেন । রাসুলুল্লাহ (সাঃ) বললেনঃ এ সূর্য যাচ্ছে এবং অনুমতি চাচ্ছে সিজাদার জন্য । তারপর সিজদার জন্য তাকে অনুমতি দেয়া হয় । একদিন তাকে হুকুম দেয়া হবে, যেখান থেকে এসেছ সেখানে ফিরে যাও । তখন সে তার অস্তের স্থল থেকে উদিত হবে । এরপর রাসুলুল্লাহ (সাঃ) তিলাওয়াত করলেন, এটিই তার-অবস্থান স্থল-- হযরত আবদুল্লাহ (রাঃ)-এর কিরআত অনুযায়ী ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন