৬৯২৮/৬১: আমর ইব্ন
আওন (রহঃ) . . . . . জারীর ইব্ন আবদুল্লাহ্ (রহঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, আমরা নাবী
(সাঃ) -এর কাছে বসা ছিলাম । তিনি পূর্ণিমার রাতে চাঁদের দিকে তাকিয়ে বললেন, তোমরা অবশ্যই
অচিরেই তোমাদের প্রতিপালককে দেখতে পাবে, যেমনি তোমরা এই চাঁদটিকে দেখতে পাচ্ছ । অথচ
তোমরা এটি দেখতে কোন বাধাপ্রাপ্ত হচ্ছ না । অতএব, যদি তোমরা সক্ষম হও তবে সুর্য উদয়ের
পূর্বের সালাত (নামায/নামাজ) এবং সূর্যাস্তের পূর্বের সালাত (নামায/নামাজ) আদায় করতে
যেন পরাজিত না হও । তাহলে তাই কর ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন