মঙ্গলবার, ১০ জুন, ২০১৪

হাদিস নং: ৬৯১৫ (জাহমিয়াদের মতের খন্ডন ও তাওহীদ প্রসঙ্গ অধ্যায়)

৬৯১৫/৪৮: আহমদ (রহঃ) . . . . . হযরত আনাস (রাঃ) থেকে বর্নিত । তিনি বলেনঃ হযরত যায়িদ ইব্ন হারিসা (রাঃ) অভিযোগ নিয়ে আসলেন । তখন নাবী (সাঃ) তাকে বলতে লাগলেন, তুমি আল্লাহকে ভয় কর এবং তোমার স্ত্রীকে তোমার কাছে রেখে দাও । রাসুলুল্লাহ (সাঃ) বলেছেনঃ রাসূল (সাঃ) যদি কোন জিনিস গোপনই করতেন, তাহলে এই আয়াতটি অবশ্যই গোপন করতেন। বর্ণনাকারী বলেনঃ (যায়নাব (রাঃ) অপরাপর নাবী (সাঃ) সহধর্মিনার কাছে এই বলে গৌরব করতেন যে, তোমাদেরকে বিবাহ দিয়েছে তোমাদের পরিবার-পরিজন আর আমাকে স্বয়ং আল্লাহ তা‘আলা সাত আসমানের ওপরে বিয়ে দিয়েছেন । বর্ণনাকারী সাবিত (রাঃ) বলেছেনঃ আল্লাহর বানীঃ “(হে নাবী (সাঃ) আপনি আপনার অন্তরে যা গোপন করতেন আল্লাহ তা প্রকাশ করে দিচ্ছেন, আপনি লোকদের ভয় করছিলেন ।” এই আয়াতটি যায়নাব (রাঃ) ও যায়িদ ইব্ন হারিসা (রাঃ) সম্পর্কে অবতীর্ণ হয়েছিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন