মঙ্গলবার, ১০ জুন, ২০১৪

হাদিস নং: ৬৯০৭ (জাহমিয়াদের মতের খন্ডন ও তাওহীদ প্রসঙ্গ অধ্যায়)

৬৯০৭/৪০: আবূল ইয়ামান (রহঃ) . . . . . হযরত আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত । রাসুলুল্লাহ (সাঃ) বলেছেনঃ আল্লাহর হাত পরিপূর্ণ, রাত দিন খরচ করলেও তাতে ঘাটতি আসে না । তিনি আরো বলেছেনঃ তোমরা লক্ষ্য করেছ কি? আসমান যমীন পয়দা করার পর থেকে তিনি যে কত খরচ করেছেন, এতদূসত্ত্বেও তার হাতে যা আছে, তাতে কিঞ্চিতও কমেনি । এবং নাবী (সাঃ) বলেছেনঃ তখন তার আরশ পানির উপর অবস্থান করছিল । তার অপর হাতটিতে রয়েছে পেলা, যা কখনও তিনি নিচে নামান আবার কখনও উপরে উঠান ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন