৬৯১৩/৪৬: আবদান
(রহঃ) . . . . . হযরত ইমরান ইব্ন হুসায়ন (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেছেনঃ আমি নাবী
(সাঃ) -এর কাছে ছিলাম । এমন সময় তাঁর কাছে বনূ তামীম-এর কাওমটি এল । নাবী (সাঃ) তাদেরকে
লক্ষ্য করে বললেনঃ হে বনূ তামীম । তোমরা সুসংবাদ গ্রহণ কর । প্রতি উত্তরে তারা বলল,
আপনি আমাদেরকে শুভ সংবাদ যখন প্রদান করেছেন, তাহলে কিছু দান করুন । এ সময় ইয়ামানবাসী
কতিপয় লোক নাবী (সাঃ) -এর সেখানে উপস্থিত হল । নাবী (সাঃ) তাদের উদ্দেশ্যে বললেনঃ
হে ইয়ামানবাসী! তোমাদের জন্য সুসংবাদ । বনূ তামীম তা গ্রহন করল না । তারা বলে উঠল,
আমরা গ্রহণ করলাম শুভ সংবাদ । যেহেতু আমরা আপনার কাছে এসেছি দ্বীনী জ্ঞান হাসিল করার
উদ্দেশ্যে এবং জিজ্ঞাসা করার জন্য এসেছি যে, এ দুনিয়া সৃষ্টির আগে কি ছিল? নাবী (সাঃ)
বললেনঃ আল্লাহ তখন ছিলেন, তাঁর আগে আর কিছু ছিল না। তার আরশ তখন পানির ওপর ছিল । এরপর
তিনি আসমান সমুহ ও যমীন সৃষ্টি করলেন । এবং লাওহে মাফফূযে সব বস্তু সম্পর্কে লিখে রাখলেন
। রাবী বলেনঃ এরপর আমার কাছে এক ব্যাক্তি এসে বলল, হে ইমরান! তোমার উষ্ট্রী পালিয়ে
গিয়েছে, তার খবর নাও । আমি উষ্ট্রীর সন্ধানে চললাম । দেখলাম, উষ্ট্রী মরীচিকার আড়ালে
আছে । আমি আল্লাহর কসম করে বলছি! আমার মন চাচ্ছিল উষ্ট্রী চলে যায় যাক তবুও আমি মজলিস
ছেড়ে যেন না উঠি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন