৬৯১০/৪৩: উমর ইব্ন
হাফস ইব্ন গিয়াস (রহঃ) . . . . . হযরত আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেনঃ আহলে
কিতাবদের থেকে জনৈক ব্যাক্তি নাবী (সাঃ) -এর কাছে এসে বলল, হে আবূল কাসিম! (কিয়ামতের
দিন) আল্লাহ তা‘আলা আসমান সমূহকে এক আঙ্গুলের ওপর, যমীনগুলোকে এক আঙ্গুলের ওপর, গাছ
ও কাদামাটিকে এক আঙ্গুলের ওপর এবং বাকি সৃষ্টিরাজিকে এক আঙ্গুলের ওপর তুলে বলবেন, বাদশাহ
একমাত্র আমিই, বাদশাহ একমাত্র আমিই । বর্ননাকারী বলেনঃ আমি দেখতে পেলাম, নাবী (সাঃ)
হেসে ফেললেন । এমনকি তার মাড়ির দাঁতগুলো প্রকাশিত হয়ে ওঠলো । এরপর তিনি তিলাওয়াত করলেনঃ
আর তারা আল্লাহ্ পাকের মহানতের যথোচিত মর্যাদা উপলব্ধি করেনি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন