৬৯০৫/৩৮: ইসহাক
(রহঃ) . . . . . হযরত আবূ সাঈদ (রাঃ) থেকে বর্নিত । তিনি বনী মুসতালিক যুদ্ধ সম্পর্কে
বর্ণনা করেন যে, মুসলিম মুজাহিদগণ যুদ্ধে কতিপয় বন্দিনী লাভ করেছিল । এরপর তারা এদেরকে
ভোগ করতে চাইলেন । আবার তারা যেন গর্ভবতী হয়ে না পড়ে সে ইচ্ছাও পোষণ করছিলেন । তাই
তারা নাবী (সাঃ) কে ‘আযল’ সম্পর্কে জিজ্ঞাসা করলেন । নাবী (সাঃ) বললেনঃ এতে তোমাদের
কোন লাভ নেই । কারণ আল্লাহ তা‘আলা কিয়ামত পর্যন্ত যত জীবন সৃষ্টি করবেন, তা সবই লিপিবদ্ধ
করে রেখেছেন । মুজাহিদ (রহঃ) কাযআ (রহঃ)-এর মধ্যস্থতায় আবূ সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণনা
করেছেন যে, নাবী (সাঃ) বলেছেনঃ যত জীবন সৃষ্টি করার সিদ্ধাস্ত করা হয়েছে আল্লাহ তা‘আলা
অবশ্যই তা সৃষ্টি করবেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন