৬৯০২/৩৫: কুতায়বা
ইব্ন সাঈদ (রহঃ) . . . . . হযরত জাবির ইব্ন আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেনঃ
এই আয়াতটি যখন নাযিল হলঃ “হে নাবী (সাঃ) আপনি বলে দিন তোমাদের উর্ধ্বদেশ থেকে তোমাদের
ওপর শাস্তি প্রেরন করতে তিনিই সক্ষম (৬-৬৫)।” নাবী (সাঃ) বললেনঃ হে আল্লাহ! আমি আপনার
সত্তার সাহায্যে পানাহ চাচ্ছি । আল্লাহ তখন বললেনঃ “কিংবা তোমাদের পদতল থেক” ; তখন
নাবী (সাঃ) বললেনঃ আমি আপনার সত্তার সাহায্যে পানাহ চাচ্ছি । আল্লাহ বললেনঃ তোমাদেরকে
বিভিন্ন দলে বিভক্ত করে । তখন নাবী (সাঃ) বললেনঃ এটি তুলনামূলক সহজ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন