রবিবার, ৯ নভেম্বর, ২০১৪

হাদিস নং: ৬৫১০ (কূটকৌশল অধ্যায়)



৬৫১০/২৮: মূসাদ্দাদ (রহঃ) . . . . . আমর ইব্ন শারীফ (রহঃ) থেকে বর্ণিত যে, হযরত আবূ রাফি (রাঃ) একটি ঘর ক্রয় করার নিমিত্তে হযরত সা ইব্ন মালিক (রাঃ)- এর সাথে চারশ মিছকাল মূল্য ঠিক করেন আর বলেন, যদি আমি রাসূলুল্লাহ্ (সাঃ) কে কথা বলতে না শুনতাম যে, প্রতিবেশী তার সংলগ্ন ভূমির ক্রয়ের ক্ষেত্রে সবচে বেশী হকদার, তাহলে তোমাকে আমি প্রদান করতাম না

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন