৬৫১০/২৮: মূসা’দ্দাদ (রহঃ) . . . . . আমর ইব্ন শারীফ (রহঃ) থেকে বর্ণিত যে, হযরত আবূ রাফি (রাঃ) একটি ঘর ক্রয় করার নিমিত্তে হযরত সা’দ ইব্ন মালিক (রাঃ)- এর সাথে চারশ মিছকাল মূল্য ঠিক করেন । আর বলেন, যদি আমি রাসূলুল্লাহ্ (সাঃ) কে এ কথা বলতে না শুনতাম যে, প্রতিবেশী তার সংলগ্ন ভূমির ক্রয়ের ক্ষেত্রে সবচে বেশী হকদার, তাহলে তোমাকে আমি প্রদান করতাম না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন