৬৫০০/১৮: আবূ আসিম (রহঃ) . . . . . হযরত আয়িশা (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেনঃ কুমারীর অনুমতি গ্রহণ করতে হবে । আমি বললাম, কুমারী তো লজ্জাবোধ করবে । তিনি বললেনঃ তবে অনুমতি হল তার নীরবতা । কেউ কেউ বলেন, যদি কোন ইয়াতীম বাঁদী অথবা কোন কুমারী কারো পছন্দ হয় । কিন্তু সে অসম্মতি জানায় । তখন ঐ ব্যাক্তি কৌশলের আশ্রয় নিয়ে দু’জন মিথ্যা স্বাক্ষ্য এ মর্মে পেশ করে যে, সে তাকে বিয়ে করেছে এবং সে প্রাপ্ত বয়স্কা হবার পর সম্মতি জ্ঞাপন করেছে । আর বিচারকও মিথ্যা স্বাক্ষ্য কবূল করে নেন । অথচ স্বামী তা মিথ্যা হওয়ার ব্যাপারে অবগত । এ ক্ষেত্রে তার জন্য সহবাস করা বৈধ হয়ে যায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন