রবিবার, ৯ নভেম্বর, ২০১৪

হাদিস নং: ৬৫০০ (কূটকৌশল অধ্যায়)



৬৫০০/১৮: আবূ আসিম (রহঃ) . . . . . হযরত আয়িশা (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেনঃ কুমারীর অনুমতি গ্রহণ করতে হবে আমি বললাম, কুমারী তো লজ্জাবোধ করবে তিনি বললেনঃ তবে অনুমতি হল তার নীরবতা কেউ কেউ বলেন, যদি কোন ইয়াতীম বাঁদী অথবা কোন কুমারী কারো পছন্দ হয় কিন্তু সে অসম্মতি জানায় তখন ব্যাক্তি কৌশলের আশ্রয় নিয়ে দুজন মিথ্যা স্বাক্ষ্য মর্মে পেশ করে যে, সে তাকে বিয়ে করেছে এবং সে প্রাপ্ত বয়স্কা হবার পর সম্মতি জ্ঞাপন করেছে আর বিচারকও মিথ্যা স্বাক্ষ্য কবূল করে নেন অথচ স্বামী তা মিথ্যা হওয়ার ব্যাপারে অবগত ক্ষেত্রে তার জন্য সহবাস করা বৈধ হয়ে যায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন