রবিবার, ৯ নভেম্বর, ২০১৪

হাদিস নং: ৬৪৯৮ (কূটকৌশল অধ্যায়)



৬৪৯৮/১৬: আলী ইব্ন আবদুল্লাহ্ (রহঃ) . . . . . কাসিম (রহঃ) থেকে বর্ণিত যে, হযরত জাফর (রাঃ)- এর বংশের জনৈকা মহিলা আশঙ্কা পোষণ করল যে, তার অভিভাবকরা তার অসম্মতিতে বিয়ে দিতে যাচ্ছে তাই সে আনসারী দুজন মুরব্বী জারিয়ার দুই পুত্র হযরত আবদুল রহমান (রাঃ) হযরত মুজাম্মি (রাঃ) কে কথা বলে পাঠাল তারা বললেন, তোমার ভয়ের কারণ নেই কেননা, হযরত খানসা বিনত খিযাম (রাঃ) কে তার পিতা তার অসম্মতিতে বিয়ে দিয়েছিল কিন্তু রাসূলুল্লাহ্ (সাঃ) বিয়ে রদ (বাতিল) করে দেন সুফিয়ান (রহঃ) বলেছেন যে, আমি আবদুর রহমান (রহঃ) কে তাঁর পিতা থেকে বলতে শুনেছি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন