৬৪৯৮/১৬: আলী ইব্ন আবদুল্লাহ্ (রহঃ) . . . . . কাসিম (রহঃ) থেকে বর্ণিত যে, হযরত জাফর (রাঃ)- এর বংশের জনৈকা মহিলা আশঙ্কা পোষণ করল যে, তার অভিভাবকরা তার অসম্মতিতে বিয়ে দিতে যাচ্ছে তাই সে আনসারী দু’জন মুরব্বী জারিয়ার দুই পুত্র হযরত আবদুল রহমান (রাঃ) ও হযরত মুজাম্মি (রাঃ) কে এ কথা বলে পাঠাল । তারা বললেন, তোমার ভয়ের কারণ নেই । কেননা, হযরত খানসা বিনত খিযাম (রাঃ) কে তার পিতা তার অসম্মতিতে বিয়ে দিয়েছিল । কিন্তু রাসূলুল্লাহ্ (সাঃ) এ বিয়ে রদ (বাতিল) করে দেন । সুফিয়ান (রহঃ) বলেছেন যে, আমি আবদুর রহমান (রহঃ) কে তাঁর পিতা থেকে বলতে শুনেছি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন