৬৪৯৯/১৭: আবূ নু’আযম (রহঃ) . . . . . হযরত আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেনঃ বিধবাকে তার মতামত ছাড়া বিয়ে দেয়া যাবে না এবং কুমারীকে তার অনুমতি ছাড়া বিয়ে দেয়া যাবে না । তারা বললেন, তার অনুমতি কি রূপে? তিনি বললেনঃ তার নীরব থাকা । কেউ কেউ বলেন, যদি কোন লোক কোন বিধবা নারীর মতানুসারে বিয়ে সম্পাদনের ওপর দু’জন মিথ্যা স্বাক্ষীর মাধ্যমে কৌশলের আশ্রয় গ্রহণ করে । আর বিচারকও তাদের এ বিয়েকে বলবৎ করে দেন । অথচ স্বামী পরিজ্ঞাত যে, সে তাকে এর পূর্বে বিয়ে করেনি । তাহলে তার জন্য এ বিয়ে বৈধ ও কার্যকর হয়ে যাবে এবং তার জন্য উক্ত মহিলার সাথে বৈবাহিক জীবন যাপনে কোন বাধা নেই ।
Titanium Trimmer as seen on tv
উত্তরমুছুনWatch titanium wheels a microtouch titanium trim reviews movie on TV from can titanium rings be resized the creators of titanium framing hammer the popular TV series, This is the second installment titanium mens ring in the long-running series,