রবিবার, ৯ নভেম্বর, ২০১৪

হাদিস নং: ৬৪৯৪ (কূটকৌশল অধ্যায়)



৬৪৯৪/১২: আবূল ইয়ামন (রহঃ) . . . . . উরওয়া (রহঃ) থেকে বর্ণিত তিনি হযরত আয়িশা (রাঃ) কে আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করেন, তোমরা যদি আশঙ্কা কর যে, ইয়াতীম মেয়েদের প্রতি সুবিচার করতে পারবে না তবে বিবাহ করবে নারীদের মধ্যে যাকে তোমাদের ভাল লাগে (:) তিনি বললেন, আয়াত এমন ইয়াতীম মেয়ে প্রসঙ্গে অবতীর্ণ হয়েছে, যে তার অভিভাবকের তত্ত্বাবধানে আছে আর অভিভাবক তার সম্পদ সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এবং তার সগোত্রীয় মহিলাদের ক্ষেত্রে প্রচলিত মহরের চেয়ে কম মহর দিয়ে বিয়ে করে নেয়ার মনস্থ করে তাই তাদেরকে এমন ইয়াতীম মেয়েদেরকে বিয়ে করা থেকে নিষেধ করা হয়েছে তবে যদি পুরোপুরি মহর প্রদান করে তাদের সুবিচার করে এরপর লোকেরা রাসূলুল্লাহ্ (সাঃ) এর কাছে সম্পর্কে ফতোয়া চাইলে আল্লাহ্ আয়াত নাযিল করেনঃ এবং লোকেরা তোমার নিকট নাদীদের বিয়ে পরিস্কারভাবে জানতে চায় (:১২৭) তারপর হাদীসের (বাকী অংশ) বর্ণনা করেন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন