রবিবার, ৯ নভেম্বর, ২০১৪

হাদিস নং: ৬৫০৪ (কূটকৌশল অধ্যায়)



৬৫০৪/২২: আবূ নুআয়ম (রহঃ) . . . . . হযরত ইব্ন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেনঃ হেবা করে আবার তাকে ফেরত নেয়া ব্যাক্তির তুলনা, যেন এমন একটি কুকুর যে বমি করে তা আবার গলার্ধঃকরণ করে এরূপ খারাপ দৃষ্টান্ত স্থাপন আমাদের জন্য কিছুতেই ঠিক নয়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন