রবিবার, ৯ নভেম্বর, ২০১৪

হাদিস নং: ৬৫০২ (কূটকৌশল অধ্যায়)



৬৫০২/২০: আবদুল্লাহ্ ইব্ন মাসলাম (রহঃ) . . . . . হযরত আবদুল্লাহ্ ইব্ন আমির ইব্ন রাবী (রাঃ) থেকে বর্ণিত যে, একদা হযরত উমর ইব্ন খাত্তাব (রাঃ) সিরিয়া অভিমুখে রওনা দিলেন তিনি যখনসারাগনামক স্থানে পৌঁছলেন, তখন তাঁর কাছে সংবাদ পৌঁছল যে, সিরিয়ায় প্লেগ মহমারী আকারে দেখা দিয়েছে সময় হযরত আবদুর রহমান ইব্ন আওফ (রাঃ) তাঁকে অবহিত করলেন যে, রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেনঃ যখন তোমরা কোন এলাকায় মহামারী ছড়িয়ে পড়েছে শুনতে পাবে তখন তোমরা সেখানে যেও না আর যখন কোন এলাকায় মহামারী ছড়িয়ে পড়ে আর তোমরা সেখানে উপস্থিত থাক, তখন সেখান থেকে পলায়ন করে বেরিয়ে এসো না কথা শুনে হযরত উমর (রাঃ) “সারাগথেকে প্রত্যাবর্তন করলেন ইব্ন শিহাব (রহঃ) সালিম ইব্ন আবদুল্লাহ (রহঃ) থেকে বর্ণিত, হযরত উমর (রাঃ) আবদুর রহমানের হাদীসের কারণে ফিরে এসেছেন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন