৬৫০২/২০: আবদুল্লাহ্ ইব্ন মাসলাম (রহঃ) . . . . . হযরত আবদুল্লাহ্ ইব্ন আমির ইব্ন রাবী‘আ (রাঃ) থেকে বর্ণিত যে, একদা হযরত উমর ইব্ন খাত্তাব (রাঃ) সিরিয়া অভিমুখে রওনা দিলেন । তিনি যখন ‘সারাগ’ নামক স্থানে পৌঁছলেন, তখন তাঁর কাছে সংবাদ পৌঁছল যে, সিরিয়ায় প্লেগ মহমারী আকারে দেখা দিয়েছে । এ সময় হযরত আবদুর রহমান ইব্ন আওফ (রাঃ) তাঁকে অবহিত করলেন যে, রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেনঃ যখন তোমরা কোন এলাকায় মহামারী ছড়িয়ে পড়েছে শুনতে পাবে তখন তোমরা সেখানে যেও না । আর যখন কোন এলাকায় মহামারী ছড়িয়ে পড়ে আর তোমরা সেখানে উপস্থিত থাক, তখন সেখান থেকে পলায়ন করে বেরিয়ে এসো না । এ কথা শুনে হযরত উমর (রাঃ) “সারাগ” থেকে প্রত্যাবর্তন করলেন । ইব্ন শিহাব (রহঃ) সালিম ইব্ন আবদুল্লাহ (রহঃ) থেকে বর্ণিত, হযরত উমর (রাঃ) আবদুর রহমানের হাদীসের কারণে ফিরে এসেছেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন