রবিবার, ৯ নভেম্বর, ২০১৪

হাদিস নং: ৬৫০৬ (কূটকৌশল অধ্যায়)



৬৫০৬/২৪: আলী ইব্ন আবদুল্লাহ্ (রহঃ) . . . . . আমর ইব্ন শারীদ (রহঃ) থেকে বর্ণিত তিনি বলেন, হযরত মিসওয়ার ইব্ন মাখারামা (রাঃ) এসে তাঁর হাত আমার কাঁধে রাখলেন তারপর আমি তাঁর সাথে হযরত সা (রাঃ) এর কাছে গেলাম তখন হযরত আবূ রাফি (রাঃ) হযরত মিসওয়ার (রাঃ) কে বললেন, আপনি কি ওকে কথা বলছেন যে, সে আমার ঘরটি ক্রয় করে নেবে, যে ঘরটি তাঁর বাড়ীতে রয়েছে হযরত সা (রাঃ) বললেন, আমি চারশ থেকে বেশী দেব না তাও আবার কিস্তিতে কিস্তিতে দেব হযরত আবূ রাফি (রাঃ) বললেন, আমাকে নগদ পাঁচশত দেয়া হচ্ছে, অথচ আমি তাকে দিচ্ছি না আমি যদি রাসূলুল্লাহ্ (সাঃ) কে বলতে না শুনতাম যে, প্রতিবেশী তার সংলগ্ন ভূমি ক্রয়ের ব্যাপারে সবচে বেশী হক্দার, তাহলে আমি তা তোমার কাছে বিক্রি করতাম না অথবা বলেছেন, তোমাকে আমি তা দিতাম না আমি সুফয়ান (রহঃ) কে বললাম যে, মামার তো এমনটি বলেননি তিনি বললেন, কিন্তু তিনি আমাকে এমনটি বলেছেন কিছু সংখ্যক লোক বলেন, কেউ যদি কোন ভূমি বিক্রি করে, তাহলে কৌশলের আশ্রয় গ্রহণ করে শুফ্আর অধিকার বাতির করে দিতে পারে যেমন বিক্রেতা ক্রেতাকে বাড়িটি দান করে দেবে এবং তার সীমানা বর্ণনা করে ক্রেতার কাছে সোপর্দ করে দেবে এরপর ক্রেতা বিক্রেতাকে এক হাজার দিরহাম দিয়ে দেবে এমতাবস্থায়, শাফী জন্য তাতে শুফ্আর অধিকার থাকবে না

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন