৬৫০৬/২৪: আলী ইব্ন আবদুল্লাহ্ (রহঃ) . . . . . আমর ইব্ন শারীদ (রহঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, হযরত মিসওয়ার ইব্ন মাখারামা (রাঃ) এসে তাঁর হাত আমার কাঁধে রাখলেন । তারপর আমি তাঁর সাথে হযরত সা’দ (রাঃ) এর কাছে গেলাম । তখন হযরত আবূ রাফি (রাঃ) হযরত মিসওয়ার (রাঃ) কে বললেন, আপনি কি ওকে এ কথা বলছেন যে, সে আমার ঐ ঘরটি ক্রয় করে নেবে, যে ঘরটি তাঁর বাড়ীতে রয়েছে । হযরত সা’দ (রাঃ) বললেন, আমি চারশ থেকে বেশী দেব না । তাও আবার কিস্তিতে কিস্তিতে দেব । হযরত আবূ রাফি (রাঃ) বললেন, আমাকে নগদ পাঁচশত দেয়া হচ্ছে, অথচ আমি তাকে দিচ্ছি না । আমি যদি রাসূলুল্লাহ্ (সাঃ) কে বলতে না শুনতাম যে, প্রতিবেশী তার সংলগ্ন ভূমি ক্রয়ের ব্যাপারে সবচে বেশী হক্দার, তাহলে আমি তা তোমার কাছে বিক্রি করতাম না । অথবা বলেছেন, তোমাকে আমি তা দিতাম না । আমি সুফয়ান (রহঃ) কে বললাম যে, মা’মার তো এমনটি বলেননি । তিনি বললেন, কিন্তু তিনি আমাকে এমনটি বলেছেন । কিছু সংখ্যক লোক বলেন, কেউ যদি কোন ভূমি বিক্রি করে, তাহলে কৌশলের আশ্রয় গ্রহণ করে শুফ্আর অধিকার বাতির করে দিতে পারে । যেমন বিক্রেতা ক্রেতাকে বাড়িটি দান করে দেবে এবং তার সীমানা বর্ণনা করে ক্রেতার কাছে সোপর্দ করে দেবে । এরপর ক্রেতা বিক্রেতাকে এক হাজার দিরহাম দিয়ে দেবে । এমতাবস্থায়, শাফী’র জন্য তাতে শুফ্আর অধিকার থাকবে না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন