৬৪৯০/০৮: মূসা’দ্দাদ (রহঃ) . . . . . মুহাম্মাদ ইব্ন আলী (রহঃ) থেকে বর্ণিত যে, হযরত আলী (রাঃ) কে বলা হল- হযরত ইব্ন আব্বাস (রাঃ) নারীদের মুত্‘আ বিয়েতে কোন আপত্তি মনে করেন না । তখন তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাঃ) খায়বারের দিন মুত্‘আ ও গৃহপালিত গাধার গোশত (আহার) থেকে নিষেধ করেছেন । কোন কোন লোক বলেন, যদি কৌশলের আশ্রয় নিয়ে মুত‘আ বিয়ের চুক্তি করে নেয় তাহলে বিয়ে ফাসিদ বলে গণ্য হবে । আর কেউ কেউ বলেন, বিয়ে বৈধ হবে আর শর্ত বাতিল হবে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন