রবিবার, ৯ নভেম্বর, ২০১৪

হাদিস নং: ৬৫০৩ (কূটকৌশল অধ্যায়)



৬৫০৩/২১: আবূল ইয়ামন (রহঃ) . . . . . হযরত উসামা ইব্ন যায়িদ (রাঃ) থেকে বর্ণিত তিনি হযরত সা (রাঃ) কে বলেন একদিন রাসূলুল্লাহ্ (সাঃ) মহামারী প্রসঙ্গে আলোচনাকালে বললেন, একটি শাস্তি, কতক জাতিকে দ্বারা শাস্তি দেওয়া হয়েছে তারপর এর কিছু অংশ বাকী রয়ে গেছে তাই কখনো চলে যায় আবার কখনো তা ফিরে আসে যখন কেউ কোন প্রকার মহামারীর কথা শুনবে তখন যেন সে তথায় না যায় আর যে কেউ এমন এলাকায় অবস্থান করে যেখানে এর প্রাদুর্ভাব ঘটেছে, তখন সে যেন সেখান থেকে পলায়ন করে বেরিয়ে না আসে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন