৬৫০৩/২১: আবূল ইয়ামন (রহঃ) . . . . . হযরত উসামা ইব্ন যায়িদ (রাঃ) থেকে বর্ণিত । তিনি হযরত সা’দ (রাঃ) কে বলেন । একদিন রাসূলুল্লাহ্ (সাঃ) মহামারী প্রসঙ্গে আলোচনাকালে বললেন, এ একটি শাস্তি, কতক জাতিকে এ দ্বারা শাস্তি দেওয়া হয়েছে । তারপর এর কিছু অংশ বাকী রয়ে গেছে । তাই কখনো এ চলে যায় আবার কখনো তা ফিরে আসে । যখন কেউ কোন প্রকার মহামারীর কথা শুনবে তখন যেন সে তথায় না যায় । আর যে কেউ এমন এলাকায় অবস্থান করে যেখানে এর প্রাদুর্ভাব ঘটেছে, তখন সে যেন সেখান থেকে পলায়ন করে বেরিয়ে না আসে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন