রবিবার, ৯ নভেম্বর, ২০১৪

হাদিস নং: ৬৪৯৬ (কূটকৌশল অধ্যায়)



৬৪৯৬/১৪: মুহাম্মাদ ইব্ন কাসীর (রহঃ) . . . . . হযরত উম্মে সালামা (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ্ (সাঃ) থেকে বর্ণিত তিনি বলেছেনঃ আমি তো একজন মানুষ আর তোমরা আমার কাছে বিবাদী মীমাংসার জন্য এসে থাক তোমাদের এক পক্ষ অপর পক্ষ হতে দলীল প্রমাণ পেশ করার ব্যাপারে অধিকতর পারদর্শী হতে পারে ফলে আমি আমার শোনা মতে যদি কাউকে তা অন্য ভাইয়ের হক দিয়ে দেই, তাহলে যেন সে তা গ্রহণ না করে কেননা, আমি তার জন্য জাহান্নামের একটা অংশই পৃথক করে দিচ্ছি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন