রবিবার, ৯ নভেম্বর, ২০১৪

হাদিস নং: ৬৫০৭ (কূটকৌশল অধ্যায়)



৬৫০৭/২৫: মুহাম্মাদ ইব্ন ইউসুফ (রহঃ) . . . . . হযরত আবূ রাফি (রাঃ) থেকে বর্ণিত যে, হযরত সা (রাঃ) তার কাছ থেকে চারশ মিছকালের বিনিময়ে একটি ঘর ক্রয় করার জন্য দর করেন তখন তিনি বলেন, যদি আমি রাসূলুল্লাহ্ (সাঃ) কে বলতে না শুনতাম যে, “প্রতিবেশী তার সংলগ্ন ভূমি ক্রয়ের ব্যাপারে সবচে বেশী হকদারতাহলে তোমাকে আমি দিতাম না কেউ কেউ বলেন, যদি কেউ বাড়ীর কোন অংশ ক্রয় করে এবং শুফ্আর অধিকার বাতিল করে দিতে চায়, তাহলে তার ছোট ছেলেকে তা দান করে দেবে আর যখন তার ওপর কোন কসময় আসবে না

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন