৬৫০৭/২৫: মুহাম্মাদ ইব্ন ইউসুফ (রহঃ) . . . . . হযরত আবূ রাফি (রাঃ) থেকে বর্ণিত যে, হযরত সা’দ (রাঃ) তার কাছ থেকে চারশ মিছকালের বিনিময়ে একটি ঘর ক্রয় করার জন্য দর করেন । তখন তিনি বলেন, যদি আমি রাসূলুল্লাহ্ (সাঃ) কে বলতে না শুনতাম যে, “প্রতিবেশী তার সংলগ্ন ভূমি ক্রয়ের ব্যাপারে সবচে বেশী হকদার” তাহলে তোমাকে আমি দিতাম না । কেউ কেউ বলেন, যদি কেউ বাড়ীর কোন অংশ ক্রয় করে এবং শুফ্আর অধিকার বাতিল করে দিতে চায়, তাহলে তার ছোট ছেলেকে তা দান করে দেবে । আর যখন তার ওপর কোন কসময় আসবে না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন