রবিবার, ৯ নভেম্বর, ২০১৪

হাদিস নং: ৬৫০৯ (কূটকৌশল অধ্যায়)



৬৫০৯/২৭: আবূ নুআযম (রহঃ) . . . . . হযরত আবূ রাফি (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেনঃ প্রতিবেশী তার সংলগ্ন ভূমির ব্যাপারে সর্বাধিক হক্দার কেউ কেউ বলেন, কেউ যদি কোন একটি বাড়ী বিশ হাজার দিরহামের বিনিময়ে ক্রয় করে, বিশ হাজার দিরহাম পরিশোধ করার সময় কৌশল গ্রহণ করাতে কোন দোস নেই যে, ক্রেতা বিক্রেতাকে হাজার নিরানব্বই দিরহাম বিশ হাজারের বাকী দিরহামের পরিবর্তে এক দীনার নগদ প্রদান করবে এখন যদি শুফ্আর অধিকারী শুফ্আর দাবি করে, তাহলে এই বাড়ী বিশ হাজার দিরহামের বিনিময়ে নিতে হবে এছাড়া তার বাড়ী পাওয়ার আর কোন পন্থা নেই আর যদি বাড়ীর কোন মালিক বের হয়ে যায়, তাহলে ক্রেতা বিক্রেতাকে দেয়া দামই ফেরত দেবে আর তা হল হাজার নিরানব্বই দিরহাম এক দীনার কেননা, যখন বিক্রিত বস্তুর মূল মালিক বের হয়ে গেছে তখন দীনারেররায়এ- সারফবাতিল হয়ে গেছে আর যদি ক্রেতা বাড়ীতে কোন দোষ পায়, তার কোন মালিক বের না হয়, তাহলে ক্রেতা বাড়ী ফেরত দেবে বিক্রেতা ক্রেতাকে বিশ হাজার দিরহাম দেবে আবূ আবদুল্লাহ্(ইমাম বুখারী) (রহঃ) বলেনঃ মূলত এরূপ করা মুসলমানদের মধ্যে ধোঁকাবাজিকে বৈধতা দেওয়ার নামান্তর রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেনঃ মুসলমানদের ক্রয়-বিক্রয়ের কোন , অপবিত্রতা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন