রবিবার, ৯ নভেম্বর, ২০১৪

হাদিস নং: ৬৪৮৭ (কূটকৌশল অধ্যায়)



৬৪৮৭/০৫: ইসহাক (রহঃ) . . . . . হযরত আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেনঃ তোমাদের প্রত্যেকের সঞ্চিত ধন, যার যাকাত আদায় করা হয়নি, কিয়ামতের দিন টাক পড়া হিংস্র সাপে পরিণত হবে সম্পদের মালিক তা থেকে পালাতে থাকবে কিন্তু সাপ তার পিছু লেগে থাকবে আর বলবে, আমি তোমার সঞ্চিত সম্পদ তিনি বলেন, আল্লাহ্ এর কসম! সাপ তার পিছু ধাওয়া করতেই থাকবে পরিশেষে সে বাধ্য হয়ে তার হাত প্রসারিত করে দেবে ফলে সাপ তার মুখ গ্রাস করে নেবে রাসূলুল্লাহ্ (সাঃ) বলেনঃ পশুর মালিক যদি তার হক যাকাত আদায় না করে তাহলে পশুকে তার পিছে লাগিয়ে দেয়া হবে পশু তার মুখমন্ডল পায়ের ক্ষুর দ্বারা আঁচড়ে ফেলবে কোন কোন মনীষী বলেন, কোন ব্যাক্তির কয়েকটি উট ছিল, এগুলোতে যাকাত ওয়াজি হয়ে যাবার আশংকায় যাকাত এড়াবার নিমিত্ত কৌশলের আশ্রয় নিয়ে বছর পূর্ণ হওয়ার একদিন আগে সমপরিমাণ উটের বদলে বা ছাগল বা গরুর বা মুদ্রার বিনিময়ে বিক্রি করে ফেলল, তাহলে তার উপর কোন কিছু ওয়াজিব হবে না অথচ ইনি বলেন, যদি বছর পূর্ণ হওয়ার একদিন অথবা এক বছর আগেই উটের যাকাত দিয়ে দেয় তাহলে তার পক্ষে আদায় হয়ে যাবে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন