৬৪৮৮/০৬: কুতায়বা ইব্ন সাঈদ (রহঃ) . . . . . হযরত ইব্ন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, হযরত সা’দ ইব্ন উবাদা আনসারী (রাঃ) রাসূলুল্লাহ্ (সাঃ) এর কাছে তাঁর মায়ের মানত সম্পর্কে ফতোয়া চাইলেন, যে মানত তার মায়ের যিম্মায় ছিল । কিন্তু তা আদায় করার পূর্বে তার মৃত্যু হয় । রাসূলুল্লাহ্ (সাঃ) বললেনঃ তুমি তার পক্ষ থেকে আদায় করে দাও । কোন কোন মনীষী বলেন, যখন উটের সংখ্যা বিশে পৌঁছে তখন তার যাকাত হবে চারটি ছাগল । কিন্তু যদি সে যাকাত থেকে রেহাই পাওয়ার উদ্দেশ্যে অথবা যাকাত এড়াবার কৌশল হিসেবে বছর পূর্ণ হওয়ার আগে ঐগুলো দান করে দেয় অথবা বিক্রি করে ফেলে, তাহলে তার উপর কিছু ওয়াজিব হবে না । তদ্রূপ যদি সে ঐগুলো ধ্বংস করে দেয় তারপর সে মারা যায় তাহলেও তার মালের উপর কোন যাকাত ওয়াজিব হবে না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন