৬৪৮৯/০৭: মূসা’দ্দাদ (রহঃ) . . . . . হযরত আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (সাঃ) ‘শিগার’ থেকে নিষেধ করেছেন । বর্ণনাকারী বলেন, আমি নাফি (রহঃ) কে জিজ্ঞাসা করলাম ‘শিগার’ কি? তিনি বললেন, কেউ এক ব্যাক্তির মেয়ে বিয়ে করবে এবং সে তার মেয়ে ঐ ব্যাক্তির কাছে বিনা মহরে বিয়ে দেবে । কোন কোন আলিম বলেন, যদি কেউ কুটকৌশলের আশ্রয় নিয়ে শিগারের ভিত্তিতে বিয়ে করে নেয়, তাহলে বিয়ে বলবৎ হয়ে যাবে । তবে শর্তটি বাতিল বলে গণ্য হবে । আর মুত‘আ সম্পর্কে তিনি বলেন, বিয়ে ফাসিল ও শর্ত বাতিল । আবার কেউ কেউ বলেন মুত্‘আ ও শিগার উভয়টি জায়েয হবে । আর শর্ত বাতিল হবে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন