রবিবার, ৯ নভেম্বর, ২০১৪

হাদিস নং: ৬৪৯৭ (কূটকৌশল অধ্যায়)



৬৪৯৭/১৫: মুসলিম ইব্ন ইব্রাহীম (রহঃ) . . . . . হযরত আবূ হুরায়রা (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ্ (সাঃ) থেকে বর্ণিত তিনি বলেছেনঃ কুমারী নারী বিয়ে দেয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত না তার অনুমতি গ্রহণ করা হবে আর বিধবা নারী বিয়ে দেয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত না তার মত গ্রহণ করা হবে প্রশ্ন করা হল, হে আল্লাহ্ এর রাসূল (সাঃ)! তার অনুমতি কিরূপে? তিনি বললেনঃ যখন সে নীরব থাকে কোন কোন লোক বলেন, যদি কুমারীর অনুমতি নেয়া না হয় এবং তাকে বিয়ে দেয়া না হয় অতঃপর কোন ব্যাক্তি কূটকৌশলের আশ্রয় নিয়ে দুজন মিথ্যা স্বাক্ষী মর্মে দাঁড় করায় যে, ব্যাক্তি উক্ত মহিলাকে তার সম্মতি নিয়ে বিয়ে করেছে এবং বিচারকও তার বিয়ে বলব করে দেন, অথচ স্বামী পরিজ্ঞাত যে, স্বাক্ষীটি মিথ্যা, তখন তার জন্য উক্ত মহিলার সাথে সহবাস করতে কোন আপত্তি নেই এবং এটি শুদ্ধ বিয়েতে পরিণত হবে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন