৬৯৪৬/৭৯: আদম
(রহঃ) . . . . . হযরত আবদুল্লাহ্ ইব্ন মাসউদ (রাঃ) থেকে বর্নিত । তিনি বলেনঃ রাসূলুল্লাহ্
(সাঃ) যিনি ‘সত্যবাদী’ এবং ‘সত্যবাদী বলে স্বীকৃত’ আমাদের কাছে বর্ণনা করেছেন যে, তোমাদের
প্রত্যেকের সৃষ্টি হলো এরুপ বীর্য থেকে যাকে মায়ের পেটে চল্লিশ দিন কিংবা চল্লিশ রাত
একত্রিত রাখা হয় । তারপর অনুরুপ সময়ে আলাক হয়, তারপর অনুরুপ সময়ে গোশতপিন্ডে পরিণত
হয় । তারপর আল্লাহ্ তা‘আলা তার কাছে ফেরেশতা প্রেরণ করেন । এই ফেরেশতাকে চারটি জিনিস
সম্পর্কে লিপিবদ্ধ করার জন্য হুকুম দেয়া হয় । যার ফলে ফেরেশতা তার রিযিক, আমল, আয়ু
এবং সৌভাগ্য কিংবা হতভাগ্য হওয়া সম্পর্কে লিখে দেয় । তারপর তার মধ্যে প্রাণ সঞ্চার
করা হয় । এজন্যই তোদের কেউ জান্নাতীদের আমল করে এতটুকু অগ্রগামী হয়ে যায় যে, তার ও
জান্নাতের মাঝখানে মাত্র এক গজের দূরত্ব থাকতেই তার ওপর লিখিত তাকদীর প্রবল হয়ে যায়
। তখন সে দোযখীদের আমল করে । পরিশেষে সে দোযখেই প্রবেশ করে । আবার তোমাদের কেউ দোযখীদের
ন্যয় আমল করে এমন পর্যায়ে পৌছে যে, তার ও দোযখের মধ্যে মাত্র এক গজের দূরত্ব থাকতে
তার উপর তাকদীরের লেখনী প্রবল হয়, যদ্দরুন সে জান্নাতীদের ন্যায় আমল করে, ফলে জান্নাতেই
প্রবেশ করে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন