৬৯৪৭/৮০: খাল্লাদ
ইব্ন ইয়াহইয়া (রহঃ) . . . . . হযরত ইব্ন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেনঃ নাবী
(সাঃ) জিবরাঈল (আঃ) কে জিজ্ঞাসা করলেন- হে জিবরাঈল (আঃ)! আপনি আমাদের সাথে যে পরিমাণ
সাক্ষাৎ করেন, তার চাইতে অধিক সাক্ষাৎ করতে কিসে বাধা দেয়? এরই প্রেক্ষিতে কুরআনের নিন্নোক্ত আয়াত অবতীর্ন
হয়ঃ “আমরা আপনার প্রতিপালকের আদেশ ব্যতীত অবতরণ করব না, যা আমাদের সন্মুখে ও পিছনে
আছে এবং যা এ দুয়ের অন্তবর্তী তা তাঁরই । আর আপনার প্রতিপালক ভুলবার নন . . . . .
(৯৯- ৬৪)” । হযরত আবদুল্লাহ্ ইব্ন আব্বাস (রাঃ) বলেনঃ এটি মুহাম্মাদ (সাঃ) এর প্রশ্নের
জবাব ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন