সোমবার, ৯ জুন, ২০১৪

হাদিস নং: ৬৯৫৭ (জাহমিয়াদের মতের খন্ডন ও তাওহীদ প্রসঙ্গ অধ্যায়)

৬৯৫৭/৯০: আবূল ইয়ামান ও ইসমাঈল (রহঃ) . . . . . হযরত আলী ইব্ন আবূ তালিব (রাঃ) থেকে বর্ণিত । একদা রাসূলুল্লাহ্ (সাঃ) তাঁর ও রাসূল-তনয়া ফাতিমা (রাঃ) এর কাছে রাতে এসেছেন । তিনি তাদেরকে বললেনঃ তোমরা সালাত (নামায/নামাজ) আদায় করছ না? হযরত আলী (রাঃ) বলেনঃ তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ্ (সাঃ)! আমাদের জীবন অবশ্যই আল্লাহ্ এর হাতে । তিনি যখন আমাদেরকে ঘুম থেকে জাগিয়ে ওঠাতে চান জাগিয়ে ওঠান । আমি এ কথা বলার পর, রাসূলুল্লাহ্ (সাঃ) ফিরে চললেন । আর আমার কথার কোন উত্তর করলেন না । যাওয়ার সময় তাঁকে উরূর ওপর হাত মেরে বলতে শুনেছি, মানুষ অধিকাংশ বিষয়েই বড্ড ঝগড়াটে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন