সোমবার, ৯ জুন, ২০১৪

হাদিস নং: ৬৯৩৭ (জাহমিয়াদের মতের খন্ডন ও তাওহীদ প্রসঙ্গ অধ্যায়)

৬৯৩৭/৭০: হুমায়দী (রহঃ) . . . . . হযরত আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেনঃ রাসুলুল্লাহ (সাঃ) বলেছেনঃ যে ব্যাক্তি মিথ্যা কসম করে কোন মুসলমানের সম্পদ আত্মসা করবে, সে কিয়ামতের দিন আল্লাহর সাথে মিলিত হবে এমতাবস্হায় যে, তিনি তার ওপর রাগান্বিত থাকবেন । হযরত আবদুল্লাহ (রাঃ) বলেনঃ রাসুলুল্লাহ (সাঃ) তাঁর বাণীর সমর্থনে আল্লাহ্র কিতাবের আয়াত তিলাওয়াত করেনঃ “যারা আল্লাহর সঙ্গে কৃত প্রতিশ্রুতি এবং নিজেদের শপথকে তুচ্ছমূল্যে বিক্রয় করে, পরকালে তাদের কোন অংশ নেই । কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না . . . . (৩-৭৭)।”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন