৬৯৪৩/৭৬: মূসা
(রহঃ) . . . . . হযরত আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেনঃ এক ইহুদী পণ্ডিত রাসূলুল্লাহ্
(সাঃ) এর কাছে এসে বললঃ হে মুহাম্মাদ (সাঃ)! আল্লাহ্ কিয়ামতের দিন আসমানকে এক আঙ্গুলের
ওপর, পৃথিবীকে এক আঙ্গুলের ওপর, পর্বতমালাকে একটি আঙ্গুলের ওপর, বৃক্ষলতা ও নদীনালাকে
আরেকটি আঙ্গুলের ওপর এবং সকল সৃষ্টিকে এক আঙ্গুলের ওপর রেখে দিবেন । এবং নিজ হাতে ইশারা
দিয়ে বলবেন, সম্রাট একমাত্র আমিই । এর সাথে সাথে রাসূলুল্লাহ্ (সাঃ) হাসলেন এবং বললেনঃ
“তারা আল্লাহর যথার্থ মর্যাদা উপলদ্ধি করেনি (৬- ৯১)” ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন