৬৯৫৯/৯২: আল হাকাম
ইব্ন নাফি (রহঃ) . . . . . হযরত আবদুল্লাহ ইব্ন উমর (রাঃ) থেকে বর্ণিত । আমি রাসূলুল্লাহ্
(সাঃ) -কে বলতে শুনেছি, যখন তিনি মিম্বরে উপবিষ্ট ছিলেন । তিনি বললেনঃ তোমাদের আগের
উম্মতদের তূলনায় তোমাদের অবস্হানকাল আসরের সালাত (নামায/নামাজ) ও সুর্যাস্তের মধ্যবর্তী
সময় । তাওরাতের ধারকগণকে তাওরাত প্রদান করা হলে তারা সে অনুযায়ী আমল করল, তবে দুপুর
হলে তারা অপারগ হয়ে পড়ল । এ জন্য- তাদেরকে এক এক কীরাত করে পারিশ্রমিক হিসাবে দেওয়া
হল । অতঃপর ইনজীলের ধারকগণকে ইনজীল প্রদান করা হল, তারা তদনুযারী আমল করল আসরের সালাত
(নামায/নামাজ) পর্যন্ত, তারপর তারা অক্ষম হয়ে পড়ায় তাদেরকে দেওয়া হল এক এক কীরাত করে
। (সর্বশেষে) তোমাদেরকে কুরআন দেওয়া হল । ফলে এই কুরআন অনুযায়ী তোমরা আসর থেকে সূর্যাস্ত
পর্যন্ত আমল করেছ । এ জন্য তোমাদেরকে দুই কিরাত দুই কিরাত করে পারিশ্রমিক দেওয়া হয়েছে
। তাওরাতের ধারকগণ বললো, হে আমাদের প্রতিপালক! এরাতো আমলে সর্বাপেক্ষা কম আবার পারিশ্রমিকে
সবচেয়ে বেশি । আল্লাহ তখন বললেনঃ তোমাদের পারিশ্রমিকে তোমাদেরকে কিছু জুলম করা হয়েছে
কি? তারা বলল, না । তখন আল্লাহ বললেন, সেটি হচ্ছে আমার অনুগ্রহ আমি যাকে চাই তাকে দিয়ে
থাকি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন