৬৯৩৬/৬৯: আলী ইব্ন
আবদুল্লাহ (রহঃ) . . . . . হযরত কায়স (রাঃ) থেকে বর্ণিত । তিনি নাবী (সাঃ) থেকে বর্ণনা
করেছেন । নাবী (সাঃ) বলেছেনঃ দুটি জান্নাত এমন হবে, সেগুলোর পানপাত্র ও অভ্যন্তরস্থ
সব কিছুই হবে রূপার । আর দুটি জান্নাত এমন হবে, সেগুলোর পানপাত্র ও অভ্যন্তরস্থ সবকিছুই
হবে স্বর্ণের । জান্নাতে আদনে তাদের ও তাদের প্রতিপালকের দর্শনের মধ্যে তাঁর চেহারার
গর্বের চাঁদর ছাড়া আর কোন কিছু অন্তরায় থাকবে না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন