সোমবার, ৯ জুন, ২০১৪

হাদিস নং: ৬৯৩৯ (জাহমিয়াদের মতের খন্ডন ও তাওহীদ প্রসঙ্গ অধ্যায়)

৬৯৩৯/৭২: মুহাম্মাদ ইব্ন মূসান্না (রহঃ) . . . . . হযরত আবূ বাকরা (রাঃ) থেকে বর্ণিত যে, নাবী (সাঃ) বলেছেনঃ আল্লাহ আসমান ও যমীনকে যেদিন সৃষ্টি করেছিলেন, সেদিনকার অবস্হায় যামানা পূনরায় প্রত্যবর্তন করেছে । বারটি মাসে এক বছর হয় । তন্মধ্যে চারটি মাস (বিশেষভাবে) মর্যাদাসম্পন্ন । যুলকাদা, যুলহাজ্জ (হজ্জ) ও মুহাররম এই তিনটা মাস একাধারে এসে থাকে । আর মুযার গোত্রের রজব মাস যা জুমাদা ও শাবান মাসের মাঝে । তিনি জিজ্ঞাসা করলেন, এটি কোন মাস? আমরা বললাম, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন । এরপর রাসুলুল্লাহ (সাঃ) চুপ থাকলেন, যদ্দরূন আমরা ভেবে ছিলাম, তিনি এই নামটি পাল্টিয়ে অন্য কোন নাম রাখবেন । তিনি বললেনঃ এটি কি যুলহাজ্জ (হজ্জ) নয়? আমরা উত্তর করলাম, হ্যা, এটি যুলহাজ্জার (হজ্জ) মাস । তিনি বললেনঃ এটি কোন শহর? আমরা বললাম, আল্লাহ ও তাঁর রাসূলই বেশি ভাল জানেন । তিনি নীরব রইলেনঃ আমরা ভেবেছিলাম তিনি হয়ত শহরটির নাম পাল্টিয়ে অন্য কোন নাম রেখে দিবেন । তিনি বললেনঃ এটি কি সেই (পবিত্র) শহরটি নয়? আমরা উত্তর করলাম, হ্যা । তারপর তিনি পূনরায় জিজ্ঞাসা করলেন, আজকের এই দিনটি কোন দিন? আমরা উত্তর করলাম, আল্লাহ ও তাঁর রাসূলই বেশি ভাল জানেন । তিনি নীরব রইলেন যার দরূন আমরা ভাবলাম তিনি সম্ভবত এর নামটা পাল্টিয়েই দিবেন । তিনি বললেনঃ এটি কি কুরবানীর দিন নয়? আমরা -বললাম, হ্যা । নাবী (সাঃ) তখন বললেনঃ তোমাদের রক্ত এবং সম্পদ বর্ণনাকারী মুহাম্মাদ ইব্ন সীরীন (রহঃ) বলেছেন,  আমার ধারণা হচ্ছে, হযরত আবূ বাকরা (রাঃ) “তোমাদের ইজ্জত” কথাটিও বর্ণনা করেছিলেন, অর্থা ওসব এ পবিত্র দিনে, এ পবিত্র শহরে, এ পবিত্র মাসটির ন্যায় পবিত্র ও মর্যাদা সম্পন । এবং অতিশীঘ্রই তোমরা তোমাদের প্রতিপালকের সাক্ষা লাভ করবে । তখন তিনি তোমাদেরকে তোমাদের আমল সম্পর্কে জিজ্ঞাসা করবেন । সাবধান! আমার ওফাতের পরে তোমরা পথভ্রষ্ট হয়ে একে অপরকে হত্যা করো না । সাবধান! উপস্থীতগণ অনুপস্হিত লোকদের কাছে (কথাগুলো) পৌছিয়ে দেবে । কেননা, হয়ত যার কাছে (রেওয়াত) পৌছানো হবে, তাদের মধ্যে এমন ব্যাক্তিও থাকবে, যারা (রেওয়াত) প্রত্যক্ষ শ্রোতার চাইতে বেশি সংরক্ষণকারী হবে । মুহাম্মাদ ইব্ন সীরীন (রহঃ) যখন এ হাদীসটি বর্ণনা করতেন, তখন বলতেন, নাবী (সাঃ) সত্যিই বলেছিলেন । অতঃপর নাবী (সাঃ) বললেনঃ আমি পৌছিয়ে দিয়েছি কি? আমি পৌছিয়ে দিয়েছি কি?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন