সোমবার, ৯ জুন, ২০১৪

হাদিস নং: ৬৯৫৮ (জাহমিয়াদের মতের খন্ডন ও তাওহীদ প্রসঙ্গ অধ্যায়)

৬৯৫৮/৯১: মুহাম্মাদ ইব্ন সিনান (রহঃ) . . . . . হযরত আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিত । তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেনঃ ঈমানদার শস্যক্ষেতের নরম ডগার মত । জোরে বাতাস এলেই তার পাতা ঝুঁকে পড়ে । যখন বাতাস থেমে যায়, তখন আবার স্হির হয়ে যায় । ঈমানদারদেরকে বালা-মূসিবত দ্বারা এভাবেই ঝুঁকিয়ে রাখা হয় । আর কাফেরের উদাহরণ দেবদারূ গাছ, যা একেবারেই কঠিন ও সোজা হয় । যদ্দরূন আল্লাহ যখন ইচ্ছা করেন সেটিকে মূলসহ উপড়ে ফেলেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন