৬৯৫৪/৮৭: মূসা
ইব্ন ইসমাঈল (রহঃ) . . . . . হযরত আবদুল্লাহ্ ইব্ন মাসউদ (রাঃ) থেকে বর্ণিত । তিনি
বলেন, একদা আমি নাবী (সাঃ) এর সঙ্গে মদিনায় এক কৃষিক্ষেত কিংবা অনাবাদী জায়গা দিয়ে
চলছিলাম । নাবী (সাঃ) নিজের সাথে রক্ষিত একটা খেজুরের শাখার উপর ভর দিয়ে চলছিলেন ।
তারপর আমরা একদল ইহুদীকে অতিক্রম করে যাচ্ছিলাম । তাদের একে অপরকে বলতে লাগল, তাঁকে
রূহ সম্পর্কে জিজ্ঞাসা কর । আবার তাদের কেউ কেউ বলল - তাঁকে জিজ্ঞাসা করো না । হয়তো
তিনি এমন জিনিস উপস্হাপন করে দিবেন, যা তোমাদের কাছে অপছন্দনীয় লাগবে । তা সত্তেও তাদের
কেউ বলে উঠল, আমরা অবশ্যই তাঁকে জিজ্ঞাসা করব । তারপর তাদেরই একজন রাসূলুল্লাহ্ (সাঃ)
এর দিকে এগিয়ে জিজ্ঞাসা করল, হে আবূল কাসিম! রুহ কি? এতে নাবী (সাঃ) নীরব রইলেন । বর্ণনাকারী
বলেনঃ আমি তখন বুঝতে পেরেছিলাম- তার প্রতি ওহী অবতীর্ন হচ্ছে, এরপর তিনি (নিম্নোক্ত
আয়াত) পড়লেনঃ “তোমাকে ওরা রুহ সম্পর্কে প্রশ্ন করে । বল, রূহ আমার প্রতিপালকের আদেশ
ঘটিত । এবং তোমাদের সামান্য জ্ঞানই দেওয়া হয়েছে (১৭-৮৫)।” আমাশ বললেন, আয়াতে ‘অমা য়্যুতু’
আমাদের কিরাআতে এমনই বিদ্যমান আছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন