৬৯৩৪/৬৭: সাবিত
ইব্ন মুহাম্মাদ (রহঃ) . . . . . হযরত ইব্ন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেনঃ নাবী
(সাঃ) রাতে যখন তাহাজ্জুদের সালাত (নামায/নামাজ) আদায় করতেন, তখন বলতেনঃ হে আমাদের
প্রতিপালক আল্লাহ! সব প্রশংসা একমাত্র আপনারই, আসমান ও যমীনের তত্ত্বাবধায়ক আপনিই এবং
আপনারই জন্য সব স্তুতি । আসমান ও যমীন এবং এসবের মধ্যকার সবকিছুর প্রতিপালক আপনিই এবং
আপনারহঁ জন্য সব প্রশংসা । আসমান যমীন ও এগুলোর মধ্যকার সব কিছুর নূর আপনিই । আপনি
হক, আপনার বাণী হক, আপনার ওয়াদা হক, আপনার সাক্ষাৎ হক, জান্নাত হক, জাহান্নাম হক এবং কিয়ামত হক । ইয়া আল্লাহ! আপনারই
উদ্দেশ্যে আমি ইসলাম কবুল করেছি এবং আপনারই প্রতি ঈমান এনেছি, তাওয়াক্কূল করেছি আপনারই
ওপর, আপনারই কাছে বিবাদ হাওয়ালা করেছি, আপনারই কাছে ফায়সালা চেয়েছি । তাই আপনি আমার
পূর্বের ও পরের গুপ্ত ও প্রকাশ্য এবং যা আপনি আমার চাইতে বেশি জ্ঞাত তা সবই মাফ করে
দিন । আপনি ছাড়া কোন ইলাহ নেই । বর্ননাকারী তাঊস (রহঃ) থেকে কায়স ইব্ন সা’দ (রহঃ) এবং
আবূ যুবায়র (রহঃ) ‘কায়্যুম’-এর এর স্থলে ‘কায়্যাম’ বর্ননা করেছেন । বর্ননাকারী মুজাহিদ
বলেনঃ ‘কায়্যুম’ সবকিছু পরিচালককে বলা হয়ে থাকে । উমর (রাঃ) ‘কায়্যাম’ পড়েছেন । মূলত
শব্দ উভয়টিই প্রশংসার জন্য ব্যবহত হয় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন