৬৯৩৮/৭১: আবদুল্লাহ
ইব্ন মুহাম্মাদ (রহঃ) . . . . . হযরত আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, নাবী
(সাঃ) বলেছেনঃ তিন প্রকারের মানুষ, যাদের সাথে কিয়ামতের দিন আল্লাহ্ কথা বলবেন না এবং
তাদের দিকে তাকাবেনও না । যে ব্যাক্তি তার দ্রব্যের উপর এই মিথ্যা কসম করে যে, একে
এখন যে মূল্যে দেওয়া হল এর চেয়ে অধিক মূল্যে তা বিক্রয় করা যাচ্ছিল । (২) যে ব্যাক্তি
কোন মুসলমানের মাল আত্মসাৎ করার উদ্দেশ্যে আসরের সালাত (নামায/নামাজ)-এর
পর মিথ্যা কসম করে । (৩) এবং এক ব্যাক্তি সে, যে প্রযোজনের অতিরিক্ত পানি আটকিয়ে রাখে
। আল্লাহ তা‘আলা তাকে লক্ষ্য করে কিয়ামতের দিন বলবেন, আজ আমি আমার মেহেরবানী থেকে তোমাকে
বঞ্চিত করব, যেমনি তুমি যা তোমার হাতের অর্জিত নয় তা থেকে বিমুখ করতে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন