৬৯৪০/৭৩: মূসা
ইব্ন ইসমাঈল (রহঃ) . . . . . হযরত উসামা ইব্ন যায়িদ (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেছেন,
নাবী (সাঃ) -এর জনৈকা কন্যার এক ছেলের জীবনসায়াহ্নে তাঁর কন্যা নাবী (সাঃ) -কে যাওয়ার
জন্য (অনুরোধ করে) একজন লোক পাঠালেন । উত্তরে নাবী (সাঃ) বলেছিলেনঃ আল্লাহ যা নিয়ে
নেন এবং যা দান করেন সবই তাঁরই জন্য । আর প্রতিটি বস্তুর জন্য একটা সময়সীমা নির্ধারিত
রয়েছে । সুতরাং সে যেন সবর করে এবং সাওয়াবের আশা করে । তারপর নাবী (সাঃ)-তনয়া নাবী
(সাঃ) -কে পূনরায় যাওয়ার জন্য কসম দিয়ে লোক পাঠালেন । তিনি যাওয়ার জন্য ওঠে দাঁড়ালেন
। বর্ণনাকারী হযরত উসামা ইব্ন যায়িদ (রাঃ) বলেন, আমি, মু’আয ইব্ন জাবাল, উবায় ইব্ন
কাব, উবাদা ইব্ন সামিত ও তাঁর সঙ্গে যাওয়ার জন্য ওঠে দাঁড়ালাম । আমরা যখন সেখানে গিয়ে
প্রবেশ করলাম তখন তারা বাচ্চাটাকে রাসূলুল্লাহ্ (সাঃ) -এর কাছে দিলেন । অথচ তখন বাচ্চার
বুকের মধ্যে এক অস্বস্তি বোধ হচ্ছিল । বর্ণনাকারী বলেন, আমার ধারণা নাবী (সাঃ) তখন
বলেছিলেনঃ এ তো যেন মশকের মত । এরপর রাসূলুল্লাহ্ (সাঃ) কাঁদলেন । তা দেখে হযরত সা’দ
ইব্ন উবাদা (রাঃ) বললেনঃ আপনি কাঁদছেন? তিনি বললেনঃ অবশ্যই আল্লাহ তাঁর দয়ালু বান্দাদের
প্রতিই দয়া প্রদর্শন করে থাকেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন