সোমবার, ৯ জুন, ২০১৪

হাদিস নং: ৬৯৪১ (জাহমিয়াদের মতের খন্ডন ও তাওহীদ প্রসঙ্গ অধ্যায়)

৬৯৪১/৭৪: উবায়দুল্লাহ্ ইব্ন সা’দ ইব্ন ইবরাহিম (রহঃ) . . . . . হযরত আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত । নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ জান্নাত ও জাহান্নাম উভয়টি স্বীয় প্রতিপালকের কাছে অভিযোগ করল । জান্নাত বলল, হে আমার প্রতিপালক! আমার ব্যাপারটি কি হলো যে তাতে শুধু নিঃস্ব ও নিম্ন শ্রেনীর লোকেরাই প্রবেশ করবে । এদিকে জাহান্নামও অভিযোগ করল অর্থা আপনি শুধুমাত্র অহংকারীদেরকেই আমাতে প্রাধান্য দিলেন । আল্লাহ্ জান্নাতকে লক্ষ্য করে বললেনঃ তুমি আমার রহমত । জাহান্নামকে বললেনঃ তুমি আমার আযাব । আমি যাকে চাইব, তোমাকে দিয়ে শাস্তি পৌছাব । তোমাদের উভয়কেই পূর্ন করা হবে । তবে আল্লাহ তা‘আলা তাঁর সৃষ্টির কারো উপর যুলম করবেন না । তিনি জাহান্নামের জন্য নিজ ইচ্ছানূযায়ী নতুন সৃষ্টি পয়দা করবেন । তাদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন জাহান্নাম বলবে, আরো অতিরিক্ত আছে কি? জাহান্নামে আরো নিক্ষেপ করা হবে, তখনো বলবে, আরো অতিরিক্ত আছে কি? এভাবে তিনবার বলবে । পরিশেষে আল্লাহ্ তা‘আলা তাঁর কুদরতেরকদম (পা) জাহান্নামে প্রবেশ করিয়ে দিলে তা পরিপূর্ন হয়ে যাবে । তখন জাহান্নামের একটি অংশ আরেকটি অংশকে এই উত্তর করবে যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, ষথেষ্ট হয়েছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন