সোমবার, ৯ জুন, ২০১৪

হাদিস নং: ৬৯৪৯ (জাহমিয়াদের মতের খন্ডন ও তাওহীদ প্রসঙ্গ অধ্যায়)

৬৯৪৯/৮২: ইসমাঈল (রহঃ) . . . . . হযরত আবূ হুরাহারা (রাঃ) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেনঃ আল্লাহ্ এর রাস্তায় জিহাদের উদ্দেশ্য নিয়ে যে ব্যাক্তি বের হয়, আর আল্লাহ্ এর রাস্তায় জিহাদ এবং তাঁর কালেমার বিশ্বাসই যদি তাকে বের করে থাকে, এমন ব্যাক্তির জন্য আল্লাহ্ স্বয়ং যিম্মাদার হয়ে যান । হয়তো তাকে তিনি জান্নাতে প্রবেশ করাবেন, নয়তো যে স্হান থেকে সে বের হয়েছিল সাওয়াব কিংবা গনীমতসহ তাকে সে স্থানে প্রত্যাবর্তন করাবেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন