সোমবার, ৯ জুন, ২০১৪

হাদিস নং: ৬৯৫৩ (জাহমিয়াদের মতের খন্ডন ও তাওহীদ প্রসঙ্গ অধ্যায়)

৬৯৫৩/৮৬: আবূল ইয়ামান (রহঃ) . . . . . হযরত ইব্ন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেছেন, নাবী (সাঃ) একদা মূসায়লামার কাছে একটু অবস্থান করলেন । তখন সে তার সাথী-সঙ্গীদের মধ্যে ছিল । নাবী (সাঃ) তাকে লক্ষ্য কয়ে বললেনঃ তুমি যদি আমার কাছে এ টুকরাটিও চাও, তা হলে আমি তোমাকে তাও তো দিচ্ছি না । তোমার ব্যাপারে আল্লাহ্ যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন তা তুমি অতিক্রম করতেও পারবে না । আর যদি তুমি ফিরে যাও, তা হলে আল্লাহ্ স্বয়ং তোমাকে ধ্বংস করে দিবেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন