সোমবার, ৯ জুন, ২০১৪

হাদিস নং: ৬৯৫৬ (জাহমিয়াদের মতের খন্ডন ও তাওহীদ প্রসঙ্গ অধ্যায়)

৬৯৫৬/৮৯: মূসাদ্দাদ (রহঃ) . . . . . হযরত আনাস (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেনঃ যখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, তখন দোয়ায় দৃঢ় ও সংকল্পবদ্ধ থাকবে । তোমাদের কেউই এমন কথা কখনো বলা চাই না যে, (হে আল্লাহ!)তুমি যদি চাও, তাহলে আমাকে দান কর । কেননা, আল্লাহ্ কে বাধ্যকারী এমন কেউ নেই ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন