৬৯৪৮/৮১: ইয়াহইয়া
(রহঃ) . . . . . হযরত আবদুল্লাহ ইব্ন মাসউদ (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্
(সাঃ) -এর সাথে মদিনায় একটি কৃষিক্ষেত দিয়ে চলছিলাম । রাসূলুল্লাহ্ (সাঃ) -তখন একটি
খেজুরের ডালের উপর ভর দিয়ে চলছিলেন । তারপর তিনি যখন ইহুদীদের এক গোত্রের পাশ দিয়ে
যাচ্ছিলেন তখন তারা একে অপরকে বলতে লাগল, তাঁকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা কর । আবার কেউ
কেউ বলল, তাঁকে কিছু জিজ্ঞাসা করো না । পরিশেষে তাঁরা রাসূলুল্লাহ্ (সাঃ) কে রূহ সম্পর্কে
জিজ্ঞাসা করল । তারপর রাসূলুল্লাহ্ (সাঃ) খেজুরের শাখার ওপর ভর দিয়ে দাঁড়িয়ে গেলেন
। তখন আমি তাঁর পেছনেই ছিলাম । আমি ধারণা করছিলাম, তাঁর ওপর ওহী অবতীর্ণ হচ্ছে । পরে
তিনি বললেনঃ “তোমাকে ওরা রূহ সম্পর্কে প্রশ্ন করে, বল, রূহ আমার প্রতিপালকের আদেশ ঘটিত
। এবং তোমাদের সামান্য জ্ঞানই দেওয়া হয়েছে (১৭-৮৫)।” তখন তাদের একজন আরেকজনকে বলতে
লাগল, বলেছিলাম তোমাদেরকে তাঁকে কোন প্রশ্ন করো না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন