সোমবার, ৯ জুন, ২০১৪

হাদিস নং: ৬৯৪৪ (জাহমিয়াদের মতের খন্ডন ও তাওহীদ প্রসঙ্গ অধ্যায়)

৬৯৪৪/৭৭: সাঈদ ইব্ন আবূ মারিয়াম (রহঃ) . . . . . হযরত ইব্ন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেনঃ আমি একদা হযরত মায়মুনা (রাঃ)-এর ঘরে রাত যাপন করলাম । তখন নাবী (সাঃ) তাঁর কাছে ছিলেন । রাতে রাসূলুল্লাহ্ (সাঃ) এর সালাত (নামায/নামাজ) কিরুপ হয় তা প্রত্যক্ষ করার জন্য । রাসূলুল্লাহ্ (সাঃ) তাঁর পরিবারের সাথে কিছু সময় কথা বললেন এবং ঘুমিয়ে পড়লেন । এরপর যখন রাতের শেষ তৃতীয়াংশ কিংবা শেষের কিছু অংশ অবশিষ্ট রইল, তিনি উঠে বসলেন এবং আসমানের দিকে তাকিয়ে তিলাওয়াত করলেনঃ “আকাশ সমুহ ও পৃথিবী সৃষ্টিতে . . . . . বোধশক্তি সম্পন্ন লোকদের জন্য (৩-১৯০) পর্যন্ত । তারপর তিনি উঠে পিয়ে ওযূ ও মিসওয়াক করলেন । অতঃপর এগার রাকাত সালাত (নামায/নামাজ) আদায় করলেন । হযরত বিলাল (রাঃ) সালাত (নামায/নামাজ)-এর (ফজরের) আযান দিলে তিনি দু-রাকাত সালাত (নামায/নামাজ) পড়ে নিলেন । এরপর নাবী (সাঃ) বের হয়ে সাহাবাদেরকে ফজরের (দু-রাকআত) সালাত (নামায/নামাজ) পড়িয়ে দিলেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন