বুধবার, ১১ জুন, ২০১৪

হাদিস নং: ৬৯০০ (জাহমিয়াদের মতের খন্ডন ও তাওহীদ প্রসঙ্গ অধ্যায়)

৬৯০০/৩৩: আবদান (রহঃ) . . . . . হযরত আবূ হুরায়রা (রাঃ) সুত্রে নাবী (সাঃ) থেকে বর্ণিত । তিনি বলেছেনঃ আল্লাহ যখন মাখলুক সৃষ্টি করলেন, তখন তা তাঁর কিতাবে লিপিবদ্ধ করলেন এবং তিনি আপন সত্তা সম্পর্কে লিখছেন যা তার কাছে আরশের উপর সংরক্ষিত আছে । আমার গযবের উপর আমার রহমতের প্রধান্য রয়েছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন