৬৮৮৪/১৭: ইয়াহইয়া
ইব্ন সুলায়মান (রহঃ) . . . . . আবদুল্লাহ ইব্ন আমর (রাঃ) থেকে বর্ণিত । আবূ বকর সিদ্দীক
(রাঃ) নাবী (সাঃ) -কে লক্ষ্য করে বললেনঃ ইয়া রাসুলাল্লাহ (সাঃ)! আমাকে এমন একটি দোয়া
শিখিয়ে দিন যা দিয়ে আমি আমার সালাত (নামায/নামাজ) দোয়া করতে পারি । নাবী (সাঃ) বললেনঃ
তুমি বল, হে আল্লাহ! আমি আমার নফসের ওপর অত্যধিক যুলম করেছি । অথচ আপনি ছাড়া আমার গুনাহসমূহ
মাফ করার কেউই নেই । সুতয়াং আপনার পক্ষ থেকে আমাকে সস্পূর্ণভাবে মাফ করে দিন । নিশ্চয়ই
আপনিই অধিক ক্ষমাপরায়ণ ও দয়াবান ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন