৬৮৭১/০৪: মুহাম্মদ
(রহঃ) . . . . . হযরত আয়িশা (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেনঃ নাবী (সাঃ) এক সাহাবীকে
একটি মুজাহিদ দলের প্রধান করে জিহাদে পাঠালেন । সালাত (নামায/নামাজ) তিনি যখন তাঁর
সাথীদের নিয়ে ইমামতি করতেন, তখন ইখলাস সূরাটি দিয়ে সালাত (নামায/নামাজ) শেষ করতেন মুজাহিদগণ
সেই অভিযান থেকে প্রত্যাবর্তন করে নাবী (সাঃ) -এর খেদমতে বিষয়টি আলোচনা করলেন । নাবী
(সাঃ) বললেনঃ তাঁকেই জিজ্ঞাসা কর কেনই বা সে এই কাজটি করেছে? এরপর তাঁরা তাকে জিজ্ঞাসা
করলে তিনি উত্তর দিলেন, এই সুরাটিতে আল্লাহ তায়াআলার গুনাবলি রয়েছে । এই জন্য সুরাটি
তিলাওয়াত করতে আমি ভালোবাসি । তখন নাবী (সাঃ) বললেনঃ তাকে জানিয়ে দাও, আল্লাহ পাক তাঁকে
ভালবাসেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন