বুধবার, ১১ জুন, ২০১৪

হাদিস নং: ৬৮৯২ (জাহমিয়াদের মতের খন্ডন ও তাওহীদ প্রসঙ্গ অধ্যায়)

৬৮৯২/২৫: কুতায়বা ইব্ন সাঈদ (রহঃ) . . . . . হযরত ইব্ন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেনঃ রাসুলুল্লাহ (সাঃ) বলেছেনঃ তোমাদের কেউ যখন স্ত্রীর সাথেঁ সহবাসের ইচ্ছা করে এবং সে বলে আল্লাহর নামে শুরু করছি । হে আল্লাহ! আমাদেরকে শয়তান থেকে পৃথক রাখুন । এবং আপনি আমাদের যে রিযিক দান করেন তা থেকে শয়তানকে পৃথক রাখুন এবং উভয়ের মাধ্যমে যদি কোন সন্তান নির্ধারণ করা হয় তাহলে শয়তান কখনো তার ক্ষতি করতে পারে না ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন