৬৮৮০/১৩: ইব্ন
আবূল আসওয়াদ (রহঃ) . . . . . হযরত আনাস (রাঃ) সুত্রে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
থেকে বর্ণিত । তিনি বলেছেনঃ লোকদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে । খালীফা ও মুতামির
(রহঃ) আনাস (রাঃ) সূত্রে নাবী (সাঃ) থেকে বর্নিত। তিনি বলেছেনঃ জাহান্নামীদের জাহান্নামে
নিক্ষেপ করা হতে থাকবে । তখন জাহান্নাম বলতে থাকবে আরো অধিক আছে কি? আর শেষে আল্লাহ
রাব্বুল আলামীন, তাঁর কদম (পা) জাহান্নামে রাখবেন । তখন এর এক অংশ আরেক অংশের সাথে
মিশ্রিত হয়ে স্থির হতে থাকবে । আর বলবে আপনার ইজ্জত ও করমের কসম! যথেষ্ট হয়েছে । জান্নাতের
কিছু জায়গা শূন্য থাকবে । অবশেষে আল্লাহ সেই শূন্য জায়গার জন্য নতুন করে কিছু মাখলুক
সৃষ্টি করবেন এবং এদের জন্য জান্নাতের সেই শূন্যস্থানে বসতি বপন করে দিবেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন