৬৮৮৯/২২: আবদুল
আযীয ইব্ন আবদুল্লাহ (রহঃ) . . . . . হযরত আবূ হুরায়রা (রাঃ) সুত্রে নাবী (সাঃ) থেকে
বর্ণিত । তিনি বলেছেনঃ তোমরা কেউ (ঘুমানোর উদ্দেশ্যে) সয্যায় গেলে তখন যেন সে তার কাপড়ের
আচল দিয়ে তা তিনবার ঝেড়ে নেয় । আর বলে, হে আমার প্রতিপালক! একমাত্র তোমারই নামে আমার
শরীর বিছানায় রাখলাম এবং তোমারই সাহায্যে আবার তা উঠাব । তুমি যদি আমার জীবনটুকু আটকিয়ে
রাখ; তাহলে তাকে মাফ করে দিবে । আর যদি তা ফিরিয়ে দাও তা হলে তোমার নিষ্ঠাবান বান্দাদেরকে
যেভাবে হিফাযত কর, সেভাবে তার হিফাযত করবে । এই হাদীসেরই অনুকরণে ইয়াহইয়া ও বিশর ইব্ন
মুকাদ্দাল (রহঃ) হযরত আবূ হুরায়রা (রাঃ) সুত্রে নাবী (সাঃ) - থেকে বর্ণনা করেছেন ।
যুহায়র, আবূ যামরা, ইসমাঈল ইব্ন যাকারিয়া (রহঃ) হযরত আবূ হুরায়রা (রাঃ) সুত্রে নাবী
(সাঃ) থেকে বর্ণনা করেছেন । ইব্ন আজলান (রহঃ) হযরত আবূ হুরায়রা (রাঃ) সূত্রে নাবী (সাঃ)
থেকে বর্ণনা করেছেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন